আর কী কী দক্ষতা প্রয়ােজন?
ধরুন আপনি ইংরেজি ভালাে জানেন। তাহলে কি আপনি
ফ্রিল্যান্সিং করতে পারবেন? হ্া অবশ্যই কিন্তু ছােট্ট একটি প্রশ্ন
নিজেকে করুন :
ধরুন আপনি একটি বাইক কিনেছেন, কিন্তু ড্রাইভিং জানেন
না। কীভাবে গিয়ার প্রেস করে কীভাবে নিউটাল করে,
লাইট জ্বালাতে হয়, কীভাবে হার্ড ব্রেক ধরতে হয় ইত্যাদি আপনি
জানেন না। এ অবস্থায় আপনি কি বাইকটি চালাতে পারবেন?
আপনার উত্তর অবশ্যই না' হবে।
কীভাবে
সুতরাং, আপনি যে মেশিন দিয়ে কাজ করবেন সে মেশিন
সম্পর্কে আপনার ভালাে ধারণা থাকতে হবে। আপনি কাজ
করবেন কম্পিউটার এবং ইন্টারনেটে, তবে অবশ্যই আপনাকে
কম্পিউটার এবং ইন্টারনেটের হাফেজ হতে হবে। কম্পিউটারে
ফাংশন জনিত কোনাে সমস্যা হলে আপনি যদি অন্য কারাে কাছে
দৌড়ান বা ফেসবুক অ্যাকাউন্টের সমস্যা হলে আপনি যদি
আরেকজনের কাছে হেল্প-এর জন্য দৌড়ান, তবে আপনার জন্য
ফ্রিল্যান্সিং নয়। ফ্রিল্যান্সিং তার জন্য যে আপনার এসব সমস্যা
সমাধান করার অভিজ্ঞতা রাখেন।
সুতরাং এমন কোনাে মেজর সমস্যা হলে আপনি যেন নিজেই
সেটির সমাধান করতে পারেন এ রকম দক্ষতা থাকতে হবে। যদি
সমস্যাটি কোনাে রকমই সমাধান না হয় তবে হয়তাে রিপেয়ারার
এর কাছে নিয়ে যেতে হবে।
তারপরেও বেসিক যেসকল বিষয় সম্পর্কে অভিজ্ঞতা থাকতে।
হবে সেগুলাের লিস্ট নিচে দেওয়া হলাে :
১. কম্পিউটার চালু ও বন্ধ করতে জানতে হবে।
২. কম্পিউটারের মাইক্রোসফট অফিস প্রােগ্রামের বিষয়গুলাে
সব জানতে হবে। (এক্ষেত্রে আপনি কম্পিউটারের জন্য ৬ মাসের
একটি প্রশিক্ষণ নিতে পারেন।)
৩. টাইপিং স্পিড ভালাে থাকতে হবে। এক্ষেত্রে কোনাে
স্পেসিফিক স্পিড নেই। যত ভালাে করতে পারবেন ততই
ভালাে।
৪. সফটওয়্যার ইন্সটল ও রিমুভ করা জানতে হবে।
৫. ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ভালাে ধারণা থাকতে হবে।
৬, কম্পিউটার ও ইন্টারনেট জনিত কোনা সমস্যায় পড়লে
বা আপনি কোনাে একটি জিনিস করতে পারছেন না,
সেটির
জন্য আপনার ফ্রেন্ডের কাছে হেল্প না চেয়ে গুগলে সার্চ করে
সমস্যাটি সমাধানের জ্ঞান থাকতে হবে।
৭. উইন্ডােজ ইন্সটল করতে জানতে হবে।
৮. কোনাে ফাংশনে সমস্যা হলে সমাধান করার অভিজ্ঞতা
থাকতে হবে।
৯. কম্পিউটারে সফটওয়্যারজনিত কোনাে সমস্যা হলে গুগলে
সার্চ করে সমাধান করার জ্ঞান থাকতে হবে
এখানে মােটামুটি যেসব লিস্ট দেওয়া হয়েছে এসব জানার
পাশাপাশি ছােট্ট একটি উদাহরণ পেলে আপনি আরও পরিষ্কার
হতে পারবেন। আপনি যদি একটি স্মার্ট-ফোন ব্যবহার করে।
থাকেন, তবে ঐ ফোনের প্রায় ৮০% ফাংশন সম্পর্কে আপনি
জানেন। আর ঠিক মােবাইলটি আপনি যেভাবে ব্যবহার করতে
জানেন। কোনােকিছু বের করতে বা ইন্টারনেট ব্রাউজিং করতে
কোনাে সমস্যা হলে আপনি নিজেই সমাধান করেন। ঠিক
সেভাবেই আপনাকে কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে ধারণা
থাকতে হবে।
অন্যদিকে আপনি যদি শুধু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম,
টুইটার ইত্যাদি নিয়েই পড়ে থাকেন তবে আপনি অনেক পিছিয়ে।
আপনাকে আরও ডিজিটাল হতে হবে। শুধু এসব মানেই ডিজিটাল
নয়, আপনাকে আরও জানতে হবে, যেমন আপনি একটি
অপরিচিত ওয়েবসাইটে ভিজিট করার পরে ওয়েবসাইটটি রিসার্চ
করে জানতে পারেন সেটি কোন ওয়েবসাইট, কোন কোম্পানির
ওয়েবসাইট, এখানে অ্যাকাউন্ট খােলা যায় কিনা, অ্যাকাউন্ট
খুলতে গেলে কী কী তথ্য প্রয়াজন হয় ইত্যাদি। আপনাকে
সর্বোপরি কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে খুবই চালু ও দক্ষ হতে
হবে।
No comments:
Post a Comment